বাশার নূরু: [২] জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রথম মেট্রো ট্রেন সেট। বৃহস্পতিবার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
[৩] ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রত্যাশার চেয়ে ১২ দিন পর রওনা দিয়েছে মেট্রো ট্রেন সেটবাহী জাহাজটি। [৪] দ্বিতীয় ট্রেন সেট জাপান থেকে যাত্রা শুরু করবে ১৫ এপ্রিল এবং ডিপোতে আসবে ১৬ জুন। তৃতীয় ট্রেন সেটটি ১৩ জুন এবং ডিপোতে পৌঁছাতে পারে ১৩ আগস্ট। [৫] পর্যায়ক্রমে চতুর্থ এবং পঞ্চম ট্রেন সেট শিগগিরই বাংলাদেশে আসবে বলেও জানিয়েছে ডিএমটিসিএল। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু