শরীফ শাওন: [২] নির্বাচনে অংশ নিচ্ছেন সম্মিলিত পরিষদ ও ফোরামের ৬৯ প্রার্থী। ঢাকা ২৬টি এবং চট্টগ্রামে ৯টি মিলিয়ে মোট পরিচালক পদসংখ্যা ৩৫টি। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে একজন সংগঠনের সভাপতি ও সাতজন সহ-সভাপতি হবেন। [৪] ফোরামের পক্ষে ঢাকার প্রার্থীরা হলেন, রুবানা হক, এ বি এম সামসুদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী, শিহাবুদৌজা চৌধুরী, এনামুল হক খান, ভিদিয়া অমৃত খান, কামাল উদ্দিন, মাশিদ রুম্মান আবদুল্লাহ, এম এ রহিম, শাহ রিয়াদ চৌধুরী, মিজানুর রহমান, খান মনিরুল আলম, এ এম মাহমুদুর রহমান, নাফিস উদ দৌলা প্রমুখ। [৫] চট্টগ্রামের প্রার্থীদের মধ্যে রয়েছে, এ এম শফিউল করিম, এম আহসানুল হক, মোহাম্মদ হাসান, রকিবুল আলম চৌধুরী, তানভীর হাবিব, মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা, অঞ্জন শেখর দাশ, আবসার হোসেন ও সৈয়দ নজরুল ইসলাম। [৬] সম্মিলিত পরিষদের ঢাকার প্রার্থীরা হলেন, ফারুক হাসান, শহিদুল হক, আবদুল্লাহ হিল রাকিব, শহীদউল্লাহ আজিম, নীরা হোসনে আরা, মহিউদ্দিন রুবেল, জাহাঙ্গীর আলম, খন্দকার রফিকুল ইসলাম, শিরিন সালাম, তানভীর আহমেদ, ইন্তেখাবুল হামিদ, কফিল উদ্দিন আহমেদ, ইমরানূর রহমান প্রমুখ। [৭] চট্টগ্রামের প্রার্থীরা হলেন, মোহাম্মদ আবদুস সালাম, এম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, শরীফ উল্লাহ, মির্জা আকবর আলী চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম, রিয়াজ ওয়েজ ও খন্দকার বেলায়েত হোসেন। [৮] আগামী ৪ এপ্রিল রাজধানীর রেডিসন হোটেলে এবং চট্টগ্রামে সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। সম্পাদনা: বাশার নূরু