শরীফ শাওন: [২] মুজিববর্ষের সেরা করদাতা হাজী মোহাম্মদ কাউছ মিয়া ব্যাক্তি পর্যায়ে সবচেয়ে বেশি সময় সর্বোচ্চ করদাতা হওয়ায় এ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। [৩] শুক্রবার এনবিআর সম্মেলন কক্ষে পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে আজকের অবস্থানে এসেছি।
[৪] কাউছ মিয়া হাকিমপুরী জর্দার মালিক হিসেবে সারা দেশে পরিচিত। মাত্র আড়াই হাজার টাকা নিয়ে পঞ্চাশের দশকে ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। তিনি ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন। ২০০৮ সাল থেকে ব্যবসায়ী শ্রেণিতে সর্বোচ্চ এই করদাতা করপ্রদানে এগিয়ে থাকতে এনবিআরএ অগ্রিম ৫ কোটি টাকার চেক দিয়ে রাখেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু