আব্দুল্লাহ যুবায়ের: [৩] শনিবার দুপুরে দেশটির পার্লামেন্টে ইমরান খানের ওপর আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৭২ ভোট। প্রয়োজনের চেয়ে ৬ ভোট বেশি পেয়ে নিজের অবস্থান আরও পোক্ত করলেন তিনি। ডন, এনডিটিভি, দ্য নিউজ ডট কম
[৪] জমিয়তে উলামা প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে বিরোধী দলগুলোর একটি জোট পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম) এ আস্থা ভোট বর্জন করে।
[৫] বৃহস্পতিবার এক ভাষণে ইমরান খান বলেন, অর্থ আয়ের জন্য রাজনীতিতে আসিনি। ভোটে হেরে গেলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বিরোধী আসনে বসবো। এরপরেও দুর্নীতির কাছে মাথা নত করবো না।
[৬] গত সপ্তাহে সিনেট নির্বাচনের সময় তার দলের প্রার্থী হাফিজ শেখ সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে হেরে যাওয়ার পর, নিজের জন্যই আস্থা ভোট গ্রহণের ঘোষণা দিয়েছিলেন ইমরান খান। সম্পাদনা : মোহাম্মদ রকিব