শরীফ শাওন: [২] বেরোবি উপাচার্য শিক্ষা মন্ত্রী ও তদন্ত কমিটি নিয়ে যে মন্তব্য করেছেন তা অনভিপ্রেত ও অনাকাঙ্খিত। দায়িত্বশীল পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছে এমন বক্তব্য অপ্রত্যাশিত। [৩] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তদন্ত কমিটি পেশাদার মনোভাব নিয়ে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ, সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে একটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন তৈরি করে। [৪] শনিবার ইউজিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোন পর্যায়ে শিক্ষমন্ত্রী বা অন্য কেউ প্রভাব বিস্তার করার কোন ধরণের সুযোগ নেই। ইউজিসি সব সময় নিজস্ব স্বকীয়তা বজায় রেখে কাজ করছে এবং কখনোই এর ব্যত্যয় ঘটেনি। [৫] ড. দীপু মনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে কখনো কোন বিষয়ে প্রভাব বিস্তারের বিন্দুমাত্র চেষ্টা করেননি। কোন উপাচার্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রভাবিত হতে পারে এমন কোন ধরণের পরামর্শ বা নির্দেশনা তিনি কখনোই প্রদান করেননি। বরং তিনি বিভিন্ন সভা-সেমিনারে গুণগত ও মানসম্পন্ন উচ্চশিক্ষা, গবেষণা, ও দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও টেকসই উন্নয়নের গুরুত্ব দিয়েছেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু