শিমুল মাহমুদ: [৩] শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জানান, গণফোরাম নামে দুটো দল আছে, তা বলার সুযোগ নেই। কিছু লোক বেরিয়ে গেছে। তারা বেরোতেই পারে। কাউকে বাধ্য করে রাখা যায় না। যারা গণফোরামে রয়েছে তারা জনগণের ঐক্যের ওপর ভরসা করেই মাঠে আছে।[৪] সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বেরিয়ে গেছে, তারা তো গেছেই। এখন কেউ আসতে চাইলে আমরা তাদের নিয়ে আরও বৃহত্তর ঐক্য করবো। [৫] সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের লিখিত বক্তব্য পড়ে শোনান গণফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান। কামাল হোসেন বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসনের মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করার স্বপ্ন নিয়ে জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও জনগণের কাঙ্খিত লক্ষ্য অর্জন হয়নি। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু