জেরিন আহমেদ: [২] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও গীতার ডিজিটাল কার্ডের ভার্সন পাঠানো হয়েছে মহাকাশে। [৩] ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) পিএসএলভি-সি৫১ রকেটের সাহায্যে মহাকাশে ব্রাজিলের আমাজোনিয়া-১ সহ ১৯টি উপগ্রহ পাঠিয়েছে। মাহাকাশে পাঠানো উপগ্রহগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সতীশ ধাওয়ান স্যাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি এই উপগ্রহের টপ প্যানেলে বসানো হয়েছে।