ওয়ালিউল্লাহ সিরাজ, আব্দুল্লাহ যুবায়ের: [৩] রোববার ঐতিহাসিক সফরের তৃতীয় দিন দেশটির অন্যতম ঝুঁকিপূর্ণ শহর ইরবিল বিমানবন্দরে অবতরণ করলে তাকে অভ্যর্থনা জানান কুর্দিস্তান অঞ্চলের প্রধান নেসিরওয়ান বারজানি। বিবিসি, আরবনিউজ, আইরিশটাইমস। [৪] পোপ ফ্রান্সিস শনিবার ইরাকের প্রাচীন উর শহরে শিয়া মুসলমানদের সঙ্গে সাক্ষাতের সময় কোরআন তেলাওয়াত শুনেন। উর শহরটি ইসলাম, খ্রিস্টান ও ইহুদী এই তিন ধর্মের জন্যই পবিত্র স্থান। এখানেই নবী ইবরাহীম (আ:) এর জন্ম হিয়েছিলো। ডেইলি সাবাহ, বিবিসি। [৫] ২০১৪ সালে আইএস ইরাকের উত্তরাঞ্চল দখল করে। ২০১৭ সালে এ অঞ্চলে তাদের পরাজয় ঘটলে, নিজেদের বাসা বাড়িতে ফিরতে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়।[৬] ইরবিল সফর শেষে এ বিশপ যাবেন মশুলে। যা তিন বছর আইএসের নিয়ন্ত্রণে ছিলো। সেখানে তিনি যুদ্ধে নিহত সকলের জন্য ‘চার্চ স্কয়ারে’ প্রার্থন করবেন। [৭] মশুলে পর তিনি পার্শ্ববর্তী কারাকোশে শহরে যাবেন। যেখানে ২০১৪ সালে ইরাকের সবচেয়ে বড় গির্জাটি ধ্বংস করে দিয়েছে আইএস। এ স্থানটি পরিদর্শন করবেন পোপ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল