আব্দুল্লাহ যুবায়ের: [৩]রোববার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি মঞ্চে ধুতি পাঞ্জাবি পরে উপস্থিত হন মিঠুন। আনন্দবাজারের ভিডিও। [৪] মোদি তার বক্তব্যে বলেন, পরিবর্তনের আওয়াজ তুলে মমতা দিদি পশ্চিবঙ্গের ক্ষমতায় এসেছেন। কিন্তু তিনি এ রাজ্যকে শত বছর পিছিয়ে দিয়েছেন। [৫] মোদি আরও বলেন, কেন্দ্রের দেওয়া অর্থের কিছুই খরচ করেননি তিনি। এ অঞ্চলে বিজেপি ক্ষমতায় এলে সকলের সমান অধিকার রক্ষা করা হবে। শান্তি ও ন্যায়ের বাংলা গড়া হবে। [৬] মিঠুন তার বক্তব্যে বলেন, আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি এমন একটা জায়গা থেকে উঠে এসেছি যার দু’দিকটাই ছিলো অন্ধকার। জীবনে কিছু করতে হবে এমনটাই স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এ বিষয়টা কখনও ভাবিনি, যে মঞ্চে দেশের বড় বড় নেতা এবং প্রধানমন্ত্রী উপস্থি থাকবেন এমন মঞ্চে আমি বক্তব্য রাখতে পারবো। বক্তব্যে নিজেকে ‘জাত গোখরা’ বলে আক্ষ্যা দেন এই অভিনেতা। [৭] মোদি আরও বলেন, ‘১০ বছর পর মানুষ জবাব চাইছেন। দিদি হিসেবে আপনাকে বেছে নিয়েছিলেন সকলে। কিন্তু আপনি নিজেকে শুধু ভাইপোর পিসি হিসেবেই সীমাবদ্ধ করে রেখেছিলেন। গণতন্ত্রের নামে পশ্চিমবাংলায় লুটপাটতন্ত্রকে প্রশ্রয় দিয়েছেন, জাত-ধর্মের নামে বিভেদের রাজনীতি করেছেন, তাই আজ বাংলায় পদ্ম ফুটছে।সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল