শাহীন খন্দকার: [২] দেশে বিভিন্ন ওষুধ কোম্পানি এরইমধ্যে বেশ কয়েকটি টিকা তৈরি করছে। সরকারিভাবেও করোনা টিকা তৈরি করতে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। [৩] তিনি বলেন, আমাদের দেশে অনেক বড় বড় ওষুধ কোম্পানি রয়েছে। সেই কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে টিকা তৈরি করতেও সংশ্লিষ্ট একটি ল্যাব দরকার। ওষুধ প্রশাসনে একটি ল্যাব আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের কিছু নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী উন্নত করে এই ল্যাব দিয়েই টিকা উৎপাদন করা হবে। [৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় মেডিসিনের কোনো সংকট ছিল না। চিকিৎসার জন্য রাতারাতি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো করেছি। অনেক দেশে এখনও লকডাউন চলছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায়। [৫] জাহিদ মালেক জানান, শুরুতে বলা হয়েছিল ভ্যান্টিলেটর বেশি কার্যকরী কিন্তু ভ্যান্টিলেটরেই বেশির ভাগ মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি কার্যকর ছিলো হাইপো নেজাল ক্যানোলা। সম্পাদনা : ইসমাঈল ইমু