শাহানুজ্জামান টিটু: [২] দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের ঢাকা সফরকালীন প্রদত্ত বক্তব্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরের বিষয়ে আলোচনা হয়।
[৩] সোমবার বিএনপির বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
[৪] দলের নীতিনির্ধারণী সভায়, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনের ব্যর্থতা ও বেআইনীভাবে সরকারের হস্তক্ষেপ চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। একারণে অবশিষ্ট পৌরসভা ও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
[৫] দলের সভায়, গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বাতিলের দাবিতে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত হয়। সম্পাদনা: রায়হান রাজীব