শিমুল মাহমুদ: [৩] বিএনপি মহাসচিব বলেন, নারীরা আজ বন্দি। তারা নিরাপদে চলাফেরা করতে পারেন না। বলতে পারেন না যে, তারা স্বাধীন। আজ শুধু নারী নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। [৪] আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার রাজধানীর নয়াপল্টন এলাকায় র্যালি করে জাতীয়তাবাদী মহিলা দল। র্যালি ঘিরে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। [৫] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বাক-স্বাধীনতা হরণ করেছে। জনগণের মৌলিক ও গণতান্ত্রিক স্বাধীনতা হরণ করেছে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু