রাশিদ রিয়াজ : অনেকটা নির্ভার মনে হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে। এবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ‘খুনি’ মনে করেন এমন মন্তব্য করার পর দুদেশের মধ্যে কূটনৈতিক বিতর্ক চলছে। টেলিভিশনে সরাসরি আলোচনায় বসতে পুতিনের আহবান নাকচ করেছেন বাইডেন। এর ফাঁকে পুতিন যান সাইবেরিয়ায় ঘুরতে। সেখানে সাঁজোয়া যান চালান পুতিন। সাইবেরিয়ার ঘন বনে বসে চা খান রুশ প্রেসিডেন্ট। একটি ক্যামোফ্লেজ ট্যাংকের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন পুতিন। তার সঙ্গে পিকনিকে অংশ নেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু।