আনিস তপন: [২] সোমবার ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
[৩] তিনি বলেন, এ বিষয়ে আগামী বৃহস্পতিবার একটি বৈঠক হবে। সেখানে সর্বিক কার্যাবলী/চলাচল নিষেধাজ্ঞার মেয়াদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
[৪] করোনা সংক্রমণ রোধে ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করেছে সরকার। যা শর্ত সাপেক্ষে চলাচল এবং কার্যক্রম নিয়ে বিধি-নিষেধ রয়েছে। [৫] খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই যদি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না। [৬] সরকার বিধিনিষেধ জারি করলেও সাধারণের মধ্যে তেমন এক প্রতিক্রিয়া নেই। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষ করা হলে তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করে দেখি।
[৭] বিধিনিষেধ চলাকালে অফিসে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, যার যার সুবিধা অনুযায়ী অফিস করার নির্দেশনা দিয়েছি। বলেছি, অফিস চালানোর জন্য যতটুকু দরকার, ততটুকু জনবল থাকবে। সম্পাদনা: বাশার নূরু