ইমরুল শাহেদ: [২] ২০২০ সালের সাধারণ নির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) থেকে বিজয়ী পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত ‘কমিটি রিপ্রেসেন্টিং পাইডংসু হাতো’র (সিআরপিএইচ) মুখপাত্র নির্বাচিত হয়েছেন উই মন। তিনি জানিয়েছেন, মিয়ানমারের ফেডারেল রুপরেখা, জাতীয় ঐক্যের সরকার, জাতীয় ঐক্য উপদেষ্টা পরিষদ, গৃহযুদ্ধের সম্ভাব্যতা এবং ক্ষমতাচ্যুত অং সান সুচি নিয়ে তাদের অবস্থান। [৩] ইরাবতিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের একটা সরকার আছে। সেটার প্রধান মিন্ত উইন্ত। ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুসারে সরকার গঠিত হয়েছে। এটাকেই আমরা ঐক্যের সরকার হিসেবে গড়ে তুলব।’ [৫] সরকারে শুধু এনএলডিই পার্লামেন্ট সদস্যই থাকবে না, অন্যান্য দলও থাকবে, বিশেষ করে জাতি-গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা। সিআরপিএইচ গত ৩১ মার্চ ‘ফেডারেল ডেমোক্রেসি চার্টার’ ইস্যু করেছে। তাতে ২০০৮ সালের সংবিধান বাতিল করা হয়েছে। [৬] তিনি বলেন, ‘আমরা যেহেতু সরকার গঠন করেছি, সেহেতু আমাদের একটা সেনা বাহিনী থাকবে, যে সেনা বাহিনী আমাদের ইউনিয়ন ও আদর্শকে সমুন্নত রাখবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল