জাহিদ চন্দন : [২] মানুষের জীবন রক্ষার জন্যেই লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশনা যারা মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া আছে। সচেতনতা সৃষ্টির জন্যে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশে প্রচারণা কাযর্ক্রম চালাবে। [৩] সোমবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। [৪] মহাপরিচালক বলেন, করোনা ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। তবে প্রথম ডোজ ততোটা জোড়েশোরে আর দেওয়া হবে না। ৮ তারিখ থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। নতুন ভ্যাকসিনের বিষয়ে রোববার বেক্সিমকো জানিয়েছে, তারা সময় মতো সরবরাহ করতে পারবে। [৫] লকডাউন কার্যকর করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারাদেশের ডিসি, এসপি এবং সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা : মুরাদ হাসান