আনিস তপন : [২] বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
[৩] সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। [৪] এর আগে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন তিনি। এ মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। [৫] ১৯৮৮ সালে নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাবরক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন ড. মো. জাফর উদ্দীন।
[৬] ড. জাফর ২০০৮ সালে ফিলিপিন্স এর ইউনিভার্সিটি অব ইস্ট থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ২০০০ সালে যুক্তরাজ্যের আলস্টার ইউনিভার্সিটি থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন এবং ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।সম্পাদনা: বাশার নূরু