শিমুল মাহমুদ: [৩] গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জনের। আর মারা গেছেন ৬৬ জন। যা দেশের ইতিহাসে এ যাবতকালের সর্বোচ্চ মৃত্যু।
[৪] এর আগের ছয় দিনে দেশে করোনায় মৃত্যু ছিলো যথাক্রমে ৫২, ৫৩, ৫৮, ৫০ ও ৫৯ জন। সপ্তাহিক গড় মৃত্যু ৪৮.২৮ জনের। এর আগে গত বছরে ৩০ জুন সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়। এর আগের ৬ দিন যথাক্রমে ৪৫, ৪৩, ৩৪, ৪০, ৩৯ ও ৩৭ জন। সপ্তাহিক গড় মৃত্যু ৪৩.১৪ জনের। [৪] গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৩১১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক শূন্য ২ শতাংশ। [৫] এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন। সম্পাদনা: বাশার নূরু