আসিফুজ্জামান পৃথিল: [৩] ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ডিপার্টমেন্ট অব বায়োটেকনলজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেওয়া এক প্রেজেন্টেশনে এই তথ্য জানান। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারাও তথ্যটি নিশ্চিত করেছেন। টাইমস অব ইন্ডিয়া
[৪] এক কর্মকর্তা বলেন, ‘সেরাম ইন্সটিটিউট ও ভারত বায়োটেক সরকারের সহায়তা পেলে এই লক্ষ্য পূরণ করতে পারবে। [৫] বর্তমানে পুনের সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া মাসে ৬ কোটি আর ভারত বায়োটেক ৪০ লাখ পিস ভ্যাকসিন উৎপাদন করছে।
[৬] আরও কারখানায় ভ্যাকসিন উৎপাদন করা যায় কিনা, তা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন মোদি। তবে এটি করতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে। সম্পাদনা : রাশিদ