সালেহ্ বিপ্লব: [৩] মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রামগোপালপুর এলাকায় মেয়রের বাসভবনে এই বিস্ফোরণের পর বিভিন্ন আসবাবপত্রে আগুন লেগে যায়। মেয়র আব্দুস সালামও আহত হয়েছেন। [৪] শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের বরাত দিয়ে মেয়রের ছেলে জানান, তার মায়ের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। [৫] বাড়িটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করছেন অনেকে। তবে মেয়রের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সিলিন্ডার বিস্ফোরণ নয়, বাইরে থেকে কিছু ছুঁড়ে মারা হয়েছে।
[৬] আহত প্যানেল মেয়র রহিম বাদশা জানান, পৌরসভার একটি কাজের ব্যাপারে চারজন কাউন্সিলরসহ আমরা কয়েকজন আলোচনা করছিলাম। হঠাৎ কিছু একটার বিস্ফোরণ ঘটে।