শাহীন খন্দকার: [২] বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানালেন অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা। করোনা ডেডিকেটেড কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি ১৬, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি ১০, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি ১৪ শয্যা খালি আছে ২টি, সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি ৬, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ১৮ খালি ১টি বিএসএমএমইউতে ভর্তি ১৯, খালিশয্যা ১টি। ঢাকা মেডিকেল কলেজের ২০ টি আইসিইউতেই রোগী ভর্তি।। [৩] রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি ১৪, খালি ১টি। অর্থাৎ, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর ১২১টি আইসিইউ বেডের মধ্যে বুধবার পর্যন্ত ফাঁকা রয়েছে ১১টি। [৪] এদিকে, বেসরকারী হাসপাতালের মধ্যে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ২২টি, আসগর আলী হাসপাতালে ১৮টি, স্কয়ার হাসপাতালে ১৬টি, খালি ৩টি, ইবনে সিনা হাসপাতালে ৭টি, ইউনাইটেড হাসপাতালে ১১টি, খালি আছে ৪টি, এভারকেয়ার হাসপাতালে ১৯টি, খালি আছে ২টি, ইম্পালস হাসপাতালে ৫২টি, এএমজেড হাসপাতালে ১০টি আর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ৯টি। সম্পাদনা : মোহাম্মদ রকিব