প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:39 PM
আপডেট: Tue, Jul 1, 2025 10:24 PM

নেতৃত্বের প্রশ্নে শেখ হাসিনার বিকল্প কি কেউ আছে?

শেখ আদনান ফাহাদ: পুলিশ-বিএনপি সংঘর্ষে হতাহতের ঘটনায় আমি ব্যথিত। বিএনপির কেউ মারা যাক আমি চাই না। কারণ বিএনপি হোক আর যাই হোক আমার দেশেরই মানুষ তারা, সবার সমান অধিকার। কিন্তু আমার কিছু কথা আছে। পথচারী কিংবা বিএনপি  কর্মী মরলে আমরা খুব কষ্ট পাই। কিন্তু পুলিশ মরলে বা জখম হলে আমাদের কষ্ট লাগে? লাগে না। কেন পুলিশ কি মানুষ না? পুলিশের গায়ে কি লাল রক্ত নেই? জাতিসংঘ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কি পুলিশের আহত বা নিহত হওয়ার বিষয়ে আজ পর্যন্ত বিবৃতি দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশ হতাহত বিষয়ে বিবৃতি দেবে না। কারণ এতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সাধন হবে না। 

১৯৭১ সালে পাকিস্তানের সাপোর্ট করেছে, সহায়তা দিয়েছে। ৭৫ এ বঙ্গবন্ধুর খুন পরিকল্পনা করেছে। খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। ২০০১ সালে শেখ হাসিনা গ্যাস বিক্রি করতে চাননি বলে ভারত, যুক্তরাষ্ট্র তাঁকে সাপোর্ট না করে বিএনপি-জামায়াত জোটকে সাপোর্ট দিয়েছে। শেখ হাসিনার শত্রু বেশি কারণ তিনি শুধু বাংলাদেশের উন্নয়ন চান। বাংলাদেশ উন্নত হয়ে গেলে অনেক দেশের জন্য নেতিবাচক উদাহরণ হবে। অনেক দেশ ভেঙে যাবে। বলবে দেখ, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিলেন বলে আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশ। বঙ্গবন্ধু যেন ব্যর্থ হন সে জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে খাদ্য প্রেরণ করেনি। বাংলাদেশের অপরাধ ছিল বাংলাদেশ কিউবার সাথে সামান্য ব্যবসা করেছিল। এর প্রতিশোধ নিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে দুর্ভিক্ষ সংঘটিত করেছিল। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে, তলাবিহীন ঝুড়ি হতে হতে হয়নি বাংলাদেশ। আমি এত কিছু বুঝিনা। মরে গেলে মরে যাব। 

হায়াত মউত আল্লাহর হাতে। কিন্তু আমার সমর্থন আমি শেখ হাসিনার প্রতি আবারো রাখছি। জনগণ হিসেবে আমাদের দায়িত্ব আছে। জনগণ যখন ভুল করে তখনই ক্ষমতায় আসে স্বাধীনতা বিরোধী শক্তি। বিএনপিতে কিছু মুক্তিযোদ্ধা আছে কিন্তু তারেক জিয়া যখন বঙ্গবন্ধুর বিষয়ে বেয়াদবি করে কিংবা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যখন জিয়ার জড়িত থাকার বিষয়টি আসে তখন এরা মুখে কুলুপ এঁটে বসে থাকে। জনগণ হিসেবে আমাদের দায়িত্ব আছে সঠিক পথ বেছে নেয়ার। আমি বুঝি বিএনপির লোকজন ক্ষমতায় আসতে পারছেনা অনেক দিন।   বিএনপির ক্ষমতাকাল আমরা দেখেছি। জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারেনি বিএনপি। হ্যা, আপনারা বলবেন যে, আওয়ামী লীগ কি পেরেছে দুর্নীতি দমন করতে? না পারেনি। কিন্তু জঙ্গিবাদ, সন্ত্রাস? পেরেছে। অর্থনৈতিক উন্নয়নের হিসেবে বিএনপি তো আওয়ামী লীগের সাথে তুলনীয়ই নয়। আর নেতৃত্বের প্রশ্নে শেখ হাসিনার বিকল্প কেউ আছে বলে আমি মনে করি না। ফেসবুক থেকে