প্রকাশিত: Thu, Dec 8, 2022 1:30 PM
আপডেট: Wed, May 14, 2025 11:30 PM

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ২৬৩ জনের মৃত্যু হলো। এরমধ্যে  রাজধানীতে ১৬২ জন এবং অন্যান্য বিভাগে ১০১ জন মারা গেছেন। এছাড়া  ২০০০ সালে দেশে ডেঙ্গু আসার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৪৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২১২ জনে। চলতি বছরে ৫৯ হাজার ৬৯৫ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন।

রাজধানীতে ৩৭হাজার ৭৯৫জন এবং ২১ হাজার ৯০০ জন অন্যান্য বিভাগে রয়েছেন। নভেম্বর মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৩৩৪ জন এবং সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিল ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।

বৃহস্পতিবার (৮ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪১ জন এবং অন্যান্য বিভাগে ১০৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২৪৬ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১২ জনে।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৯০ জন এবং অন্যান্য বিভাগে ৫২২ জন। আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৫৯ হাজার ৬৯৫ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ২২০ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৬৩ জনের মৃত্যু হয়েছে।