প্রকাশিত: Sat, Mar 11, 2023 4:55 PM আপডেট: Tue, May 13, 2025 1:10 PM
সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন
এম আর আমিন : উপজেলার ছোট কুমিরায় তুলার গুদামে শনিবার বেলা ১১ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ৮ ঘন্টা পর সন্ধ্যা ৭ টার দিকে নিয়ন্ত্রণে আসে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, গুদামে স্থাপনা মেরামতে কতে গ্যাস সিলিন্ডার দিয়ে ইস্পাত ওয়েল্ডিং ও কাটিং করার সময় আগুন ধরে যায়। এ সময় আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
তিনি আরো জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট যোগ দেয়। পরে আরো ৬ টি ইউনিট যুক্ত হয়।
আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত ( রাত ৮ টা ৫০ মিনিট) কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সম্পাদনা : মুরাদ হাসান