
প্রকাশিত: Sun, Mar 19, 2023 4:19 AM আপডেট: Tue, May 13, 2025 12:26 PM
তাঁতশিল্পে জড়িত সিরাজগঞ্জের ১৫ লাখ লোক লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
সোহাগ হাসান: তাঁতসমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। প্রায় প্রতিটি উপজেলায় কমবেশি তাঁত কারখানা রয়েছে। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর, উল্লাপাড়া ও চৌহালী উপজেলায় পাওয়ার লুম ও হ্যান্ডলুম রয়েছে অন্তত ৫ লাখ। এখানে তৈরি হয় আন্তর্জাতিক মানের জামদানি, কাতান, সিল্ক, বেনারশি, লুঙ্গি, থ্রি-পিস, গামছা ও থান কাপড়। এখানকার উৎপাদিত শাড়ি, লুঙ্গি ও গামছার কদর দেশজুড়ে।
অর্থনৈতিক চালিকাশক্তির অন্যতম এ শিল্প থেকে বছরে প্রায় ১৫শ কোটি টাকার বাজার এ জেলায়। উৎপাদন হয় প্রায় ৭০ কোটি মিটার কাপড়।
বেলকুচি উপজেলার আব্দুল মজিদ খান, ফারুক হোসেন, চান মিয়া, আশরাফ আলীসহ একাধিক তাঁত মালিক বলেন, বর্তমান বাজার ভালো থাকায় দীর্ঘ দিনের নানা সমস্যা কাটিয়ে লাভের আশা করছি, আসন্ন দুটি ঈদ উপলক্ষে ব্যবসা ভালো হবে ।
বেলকুচি তাঁত বোর্ড সমিতির সভাপতি হাজী বেলাল হোসেন জানান, বর্তমান বাজার ভালো দেখে লাভের আশায় তাঁত মালিকরা ঋণ করেও কাজ করে যাচ্ছেন।
সিরাজগঞ্জ তাঁত বোর্ডের লিয়াজু অফিসার(ভারপ্রাপ্ত) মিথুন কুমার সরকার জানান, তাঁত মালিকের জন্য খুদ্র ঋণের পাশাপাশি সরকারি সকল সুবিধা দেয়া হচ্ছে। সম্পাদনা : মুরাদ হাসান