প্রকাশিত: Wed, Mar 29, 2023 5:54 AM
আপডেট: Thu, May 15, 2025 5:35 AM

বোরহানউদ্দিন উপজেলার কৃষকরা এবার ৭০ কোটি টাকার তরমুজ বিক্রি করবেন

মো. মনিরুজ্জামান: চলতি বছর ভোলার বোরহানউদ্দিনে ৩৫ হাজার  টন তরমুজ উৎপাদন হয়েছে। 

স্থানীয় বাজারের পাশাপাশি  এখানকার তরমুজ বরিশাল, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম, খুলনা, যশোর, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ১৭০ হেক্টর। আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার  চারগুণেরও বেশি, ৭০০ হেক্টর জমিতে। 

উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন গ্রামের চাষি সিহাব মৃধা বলেন, আমি এবছর ২০ একর জমিতে তরমুজ চাষ করেছি। এতে প্রায় ১৬ লাখ টাকা খরচ হয়েছে । ফলন ভালো হয়েছে । প্রথম ধাপে ৩ লাখ টাকার তরমুজ বিক্রি করেছি।  

চাষি মাইনুদ্দিন জানান,  চলতি বছর তার ১৫ একর জমিতে তরমুজ আবাদ করতে খরচ হয়েছে ১১ লাখ টাকা। ইতোমধ্যে দুই ধাপে ৯ লাখ টাকার ফল বিক্রি করেছেন।  আরো ৯ লাখ টাকার বিক্রি করতে পারবেন।

উপজেলা কৃষি অফিসার এইচ এম শামীম জানান,অনুকূল পরিবেশ, ভালো বাজার ব্যবস্থাপনা আর বৃষ্টি না হওয়ায় এ বছর তরমুজের ভালো ফলন হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান, সালেহ্ বিপ্লব