প্রকাশিত: Wed, Apr 5, 2023 5:08 AM
আপডেট: Thu, May 15, 2025 3:11 AM

আমাদের অর্থনীতির সাংবাদিক মতিনুজ্জামান মিটুর দাফন সম্পন্ন

এম এ আর মশিউর, যশোর: সিনিয়র রিপোর্টার মতিনুজ্জামান মিটু মঙ্গলবার ভোররাতে রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

তার একমাত্র কন্যাসন্তান মারজিয়া জামান বিন্দু জানান, সোমবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দ্রুত সেখানকার সিসিইউতে স্থানান্তর করা হয়। ডাক্তাররা জানান, হার্ট অ্যাটাকের পাশাপাশি তার একটি কিডনিও বিকল হয়ে গেছে। হাসপাতাল থেকে সাংবাদিক মিটুর মরদেহ আমাদের অর্থনীতি কার্যালয়ে আনা হয়। সেখান থেকে তার গ্রামের বাড়ি যশোরে নেওয়া হয়। তিনি প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক ছিলেন।  তার মৃত্যুতে যশোরে সাংবাদিক অঙ্গনের শোকের ছায়া নামে। 

মঙ্গলবার বেলা ২টায় তার মরদেহ  প্রেসক্লাব যশোর চত্বরে  নেয়া হয়। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে কাজীপাড়া কাঁঠালতলাস্থ জামে মসজিদ চত্বরে বাদ আছর জানাজা শেষে কারবালা কবর স্থানে দাফন করা হয়। 

সাংবাদিক মতিনুজ্জামান মিঠুর স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন।  মিটু গত কয়েক বছরে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ করোনা মহামারীর সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি আর পুরোপুরি সুস্থ হননি। 

মতিনুজ্জামান মিটু আমাদের অর্থনীতিতে যোগ দেওয়ার আগে আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কাজ করেছেন। তিনি একাধিকবার যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 

মিটুর মৃত্যুতে আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর নাঈমুল ইসলাম খান, সম্পাদক নাসিমা খান মন্টি এবং সকল কর্মী গভীর শোক প্রকাশ করেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব