প্রকাশিত: Mon, Apr 17, 2023 5:26 AM
আপডেট: Thu, May 15, 2025 3:14 AM

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৪০ পুকুর পানিশূন্য

জাকির হোসেন, পীরগঞ্জ, ঠাকুরগাঁও:  মৎস্য অফিসের তথ্য মতে, পীরগঞ্জ উপজেলার পৌর এলাকাসহ ১০ ইউনিয়নে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯,৫৪৩  টন মৎস্য উৎপাদন হয়েছে। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও উদ্বৃত্ত মাছ ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি করছে মৎস্য চাষীরা। এ উপজেলায় মৎস্য চাষ করে প্রায় শতাধিক মৎস্য চাষী স্বাবলম্বী ও কোটিপতি হয়েছেন।

চলতি বছর পৌর এলাকায় পাবলিক ক্লাব মাঠের উত্তরে সরকারি পুকুর, উপজেলা পরিষদ পুকুর, জগথা কবরস্থান সংলগ্ন পুকুর, মুক্তিযোদ্ধা পাড়ার ২টি পুকুর, থানার দক্ষিণ পাশে ভুইশা দিঘী, মিত্রবাটি মৌজায় বিষ্ঠমোহনের পুকুরসহ উপজেলায় ২৪০টি পুকুরে পানিশূন্য হয়ে পড়েছে। ফলে, এসব পুকুরে পানি না থাকায় মৎস্য চাষ ব্যাহত হচ্ছে।

এছাড়া সরকারি অধিকাংশ পুকুরগুলো খনন না করায় পুকুরের গভীরতা কমে যাওয়ায় বছরের প্রায় ৬/৭ মাস ওই সব পুকুরে পানি থাকে না। 

খরা ও তাপদাহের কথা উল্লেখ করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মোশারফ আরো জানান, গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করে কৃষি কাজে ব্যবহার করায় পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। ফলে, পুকুর, খাল-বিল ও জলাশয় গুলোতে পানিশূন্য হয়ে পড়েছে। সম্পাদনা: মুরাদ হাসান