প্রকাশিত: Thu, May 18, 2023 4:55 PM
আপডেট: Sun, Jun 4, 2023 4:45 PM

বিদ্যুৎ ও গ্যাসের ভর্তুকি থেকে বের হওয়ার প্রস্ততি চলছে: নসরুল হামিদ


জাফর খান: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইত্তেফাক

নগরীর একটি হোটেলে বিশ্বব্যাংক ও পাওয়ার ডিভিশন আয়োজিত ‘নিউ মেকানিজম টু সাপোর্ট সিস্টেমেটিক আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাকসেস টু ল্যান্ড ফর রিনিউয়েবল এনার্জি (ইউটিলিটি স্কেল সোলার) ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।  ঢাকা পোস্ট 

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য সাশ্রয়ী বিদ্যুতের ব্যবস্থা করা। এরই অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে জ্বালানি রূপান্তর টেকসইয়ের জন্য আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা দরকার। সোলার হোম সিস্টেম, মিনি-গ্রিড এবং সৌর সেচ ব্যবস্থার মতো বিতরণ করা নবায়নযোগ্য প্রযুক্তিতে বাংলাদেশ সাফল্য পেয়েছে। 

তবে  জমির স্বল্পতা থাকায় স্কুল-কলেজের ছাদ, বড় বড় শিল্পকারখানার ছাদগুলোকে সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

এসময় তিতাস গ্যাসের দাম বাড়াতে চায় এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মো. নুরুল আলম। সম্পাদনা: এল আর বাদল