প্রকাশিত: Wed, Jul 19, 2023 11:41 PM
আপডেট: Mon, Sep 25, 2023 6:04 PM

[১]কুড়িগ্রামে গাছের চারা নিয়ে বাড়ি ফিরছেন কারামুক্তিরা

শাহনাজ পারভীন: [২] জামিনে মুক্ত হয়েবাড়ি ফিরবেন এখনই এরকম মানুষদের গাছের চারা দিচ্ছেন কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা। গাছের চারার  সঙ্গে ইতিবাচক জীবনে ফেরার নোট দিয়ে প্রতিটি চারার সঙ্গে  দেয়া হচ্ছে একটি শুভেচ্ছা কার্ড। 

[৩] মঙ্গলবার কুড়িগ্রাম কারাগার থেকে জামিনে মুক্ত হোন ১৪ জন। তাদের প্রত্যেকেই দেয়া হয় বনজ বা ফলজ গাছের চারা। জুলাই মাস জুড়ে প্রতিদিন কুড়িগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তদের দেয়া হবে এইসব গাছের চারা। 

[৪]অনুষ্ঠানে উপস্থিত থেকে চারাগাছ বিতরন করেন পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম  ওহিদুন্নবী, জেলার আবু ছায়েম। 

[৫]জামিনে মুক্ত মোয়াজ্জেম নামে একজন উচ্ছ্বসিত হয়ে বলেন, এরকম তো কোনদিন শুনি নাই, জেল থাকি ব্যারাইলে মানুষ গাছ দেয়। খুব ভাল নাগিল বায়। 

[৬]কুড়িগ্রাম জেলা পুলিশের ‘সবুজ করি কুড়িগ্রাম’ মাসব্যাপী কার্যক্রমের প্রথম পর্যায়ে ১০ সহস্রাধিক গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে এই অভিনব ও নতুন ধারণার উদ্যোগ গ্রহণ করা হয়। সম্পাদনা : মুরাদ হাসান