প্রকাশিত: Sun, Nov 12, 2023 11:51 PM আপডেট: Mon, Oct 14, 2024 11:58 AM
[১] খোলা বাজারে অস্বাভাবিক দামে ডলার বিক্রি, মান কমছে টাকার
মাহাবুব খান [২] বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দামের চেয়ে প্রায় ১৫ টাকা বেশি, অর্থাৎ প্রতি ডলার ১২৮ টাকায় বিক্রি হচ্ছে। সূত্র: এনটিভি, যুগান্তর
[৩] কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা খোলা বাজারে ডলারের এই রেকর্ড দাম সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা জানান, উচ্চ হারে ডলারের লেনদেনের পেছনে থাকা অবৈধ ডলার ব্যবসায়ীদের সন্ধান করছে বাংলাদেশ ব্যাংক।
[৪] বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘অতিরিক্ত দামে ডলার কেনার ব্যাপারে ব্যাংকগুলোকে কঠোরভাবে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক রেট উপেক্ষা করে ব্যাংক ডলার কিনলে কেন্দ্রীয় ব্যাংক কঠোর শাস্তি দেবে।’
[৫] তিন দিনের বিপরীতে খোলা বাজারে ডলারের দাম বাড়ে তিন টাকা। শনিবার (১১ নভেম্বর) খোলা বাজারে প্রতি মার্কিন ডলার বিক্রি হয়েছে ১২৭ টাকায়। ৮ নভেম্বরও খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয় ১২৪ টাকায়।
[৬] এদিকে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকারও মান কমেছে ৭ থেকে ১৫ শতাংশ পর্যন্ত।
[৭] এক সপ্তাহ আগে কুয়েতি দিনারের দাম ছিল ৩৫০ টাকা। বৃহস্পতিবার কুয়েতে কার্যরত এক্সচেঞ্জ হাউজগুলো দিনার বিক্রি করেছে ৪০০ টাকা করে। সেই হিসেবে টাকার মান কমেছে প্রায় ১৪ শতাংশ।
[৮] বৈদেশিক দেনা মেটাতে ও নিজেদের সুনাম ধরে রাখতে চড়া দামে ডলার কিনছে ব্যাংকগুলো। সম্পাদনা; এমকে।