প্রকাশিত: Mon, Dec 4, 2023 8:55 PM আপডেট: Sat, May 10, 2025 1:16 AM
জনগণের সর্বাত্মক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে : এস এম কামাল
জাফর ইকবাল অপু: [২] রোড টু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দৌলতপুর থানার ১ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
[৩] প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুন্সি মো. মাহবুব আলম সোহাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, দৌলতপুর থানা অ.াওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ।
[৪] এস এম কামাল হোসেন বলেন, শাসক নয়, খাদেম হয়ে আপনাদের খেদমত করবো। আমি কোন অঞ্চলের নয়, শেখ হাসিনার নির্দেশে এখানে এসেছি। আপনারাই ক্ষমতার উৎস, আপনারাই প্রভু। আপনাদের খেদমত করাই আমাদের প্রধান কাজ।
[৫] প্রশিক্ষণ কর্মশালায় আঞ্চলিক সমন্বয়ক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন মো. আরিফুল ইসলাম এবং তাকে সাবির্ক সহযোগিতা করেন মো. অমিরুল ইসলাম বাবু। কর্মশালায় ট্রেইনার ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী জেসমিন সুলতান শম্পা ও যুব মহিলা লীগ নেত্রী আফরোজা জেসমিন বিথী।
[৬] এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পারভীন আক্তার, জিয়াউল আলম খান খোকন, মোর্শেদ আহমেদ মনি, সমীর কুমার সরকার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সরদার আলী আহমেদ, তৌহিদুল রহমান ঝন্টু, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান, ডালিম হোসেন, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।