প্রকাশিত: Mon, Jan 15, 2024 8:11 PM আপডেট: Tue, Sep 17, 2024 9:31 PM
[১]পটুয়াখালী পৌরসভায় অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
আতিকুল আলম সোহেল :[২] পটুয়াখালী পৌর এলাকার (স্থায়ী বাসিন্দা) অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদানে মেধা বাছাই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের স্কুল পর্যায়ে ৯ টি স্কুলে (নয় লক্ষ একুশ হাজার টাকা) মেধাবৃত্তি চেক এবং কলেজ পর্যায় ৮ টি কলেজে ৫ লাখ ৯৯ হাজার টাকার মেধাবৃত্তি চেক প্রদান করা হয়।
[৩] সোমবার পটুয়াখালী পৌরসভা চত্বরে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
[৪] মেয়র মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী সাবেক কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদলের পরিচালনায় পৌর এলাকার স্থায়ী বাসিন্দা অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থী সন্তানদের সহায়তায় দরিদ্র শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করে।
[৫] এ সময় উপস্থিত ছিলেন,বাস্তবয়ন কমিটির আহ্বায়ক নাহিদ আক্তার পারুল, সহযোগী কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা ইউনুচুর রহমান, কার্য সহকারী উচ্চমান সহকারী জাকিরুল হাসান, নিম্নমান সহকারী লুৎফর রহমান প্রমুখ।