প্রকাশিত: Mon, Apr 29, 2024 12:03 PM আপডেট: Tue, Sep 17, 2024 10:27 PM
[১] বান্দরবানে কেএনএফের আরও দুই সদস্য রিমান্ডে
বাবুল খাঁন: [২] রোববার বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
[৩] রিমান্ডপ্রাপ্তরা হলেন- বান্দরবান সদরের সুয়ালক ইউপির ফারুকপাড়া এলাকার লালটুয়ান বমের ছেলে টাইসন বম ও সনকিম বমের ছেলে ভান খলিয়ান বম।
[৪] আদালত সূত্রে জানা যায়,থানচিতে ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুজনকে পুলিশের পাঁচদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। বিচারক উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
[৫] রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে গ্রেপ্তার ৭৮ জনকে কারাগারে এবং তাদের মধ্যে ৬১ জনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সম্পাদনা : সমর চক্রবর্তী