প্রকাশিত: Thu, Jun 20, 2024 11:02 AM আপডেট: Tue, Sep 17, 2024 8:57 PM
[১]ধ্বংসের মুখে বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট লালমাই
সালেহ ইমরান: [২] মাটিখেকোদের কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে দেশের আকর্ষণীয় পর্যটন স্পট কুমিল্লার লালমাই পাহাড়। প্রভাবশালীদের ছত্রছায়ায় রাত-দিন নির্বিচারে মাটি লুটের কারণে সবুজে ঘেরা লালমাটির পাহাড়টি ক্রমেই অস্তিত্ব হারিয়ে পরিণত হচ্ছে সমতলভূমিতে। সেই সাথে মারাত্মক ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্যের। (বিডিনিউজ ১৮-০৬-২০২৪)
[৩] কুমিল্লা সদর উপজেলার একাংশ জুড়ে লালমাই পাহাড়ের অবস্থান। এছাড়া কুমিল্লা আদর্শ সদর ও বরুড়া উপজেলায়ও এর কিছু অংশ রয়েছে।
[৪] এলাকার প্রবীণ বাসিন্দা খালেকুজ্জামান জানান, রাত গভীর হলেই ভেকু দিয়ে নির্বিচারে মাটি কাটা হয়। কারা কাটে এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাবা আমরা এটা বলতে পারবো না। আমাদের ক্ষতি হবে। তবে অনেক শক্তিশালী লোক এতে জড়িত।’ (আমার সংবাদ ১৫-০৬-২০২৪)
[৫] স্থানীয় সচেতন মহল জানায়, লালমাই পাহাড় ও টিলা কাটার ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড় কাটা হচ্ছে।
[৬] বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ বলেন, পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাহাড় রক্ষার বিকল্প নেই। কিন্তু পাহাড় রক্ষায় কুমিল্লায় তেমন কোনো উদ্যোগ দেখছি না। প্রশাসনের কাছে বার বার লিখিত অভিযোগ করেও তেমন কোনো ফল পাওয়া যাচ্ছে না। (যুগান্তর ১৫-০৬-২০২৪)
[৭] সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে ম্যাজিক প্যারাডাইস পার্কের গা ঘেঁষে একটি টিলা কাটার ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। (ইনকিলাব ১৪-০৬-২০২৪)
[৮] ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) লালমাই পাহাড় রক্ষায় জনস্বার্থে হাইকোর্টে একটি রিট করে। তারই প্রেক্ষিতে উচ্চ আদালত লালমাই পাহাড় কাটায় নিষেধাজ্ঞা জারি করেন। (সময়ের আলো ১৫-০৬-২০২৪)
[১০] কুমিল্লার গবেষক ও ইতিহাসবিদ আহসানুল কবির বলেন, আনুমানিক ২৫ লাখ বছর আগে প্লাইস্টোসিন যুগে লালমাই পাহাড়টি গঠিত হয়। (রাইজিংবিডি ১৬-০৬-২০২৪)
[১১] ইতিহাস ঐতিহ্যের ধারক লালমাই পাহাড়কে রক্ষায় প্রশাসনের ত্বরিৎ পদক্ষেপ আশা করছেন সংশ্লিষ্টরা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব