প্রকাশিত: Mon, Feb 13, 2023 4:22 PM
আপডেট: Wed, Apr 30, 2025 3:08 AM

প্রতিবেশীকে ফাঁসাতে মাকে অপহরণের নাটক সাজিয়েছিলেন মরিয়ম মান্নান: পিবিআই

জাফর ইকবাল : অপহরণ নয়, জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশিদের ফাঁসাতে মরিয়ম মান্নানের নেতৃত্বে রহিমা বেগম অপহরণ নাটক সাজানো হয়েছে। দেশব্যাপী আলোচিত খুলনার রহিমা বেগমকে কথিত অপহরণ মামলার তদন্ত প্রতিবেদনে এমনই প্রমাণ পেয়েছে পিবিআই। 

সোমবার দেশব্যাপী আলোচিত কথিত অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়েছে। পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সংস্থাটির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। 

পুলিশ সুপার বলেন, তদন্তে রহিমা বেগমকে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মূলত রহিমা বেগম অপহরণ হননি, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন। তিনি ২৮ দিন আত্মগোপনে  থেকে বিভিন্ন স্থান পরিবর্তন করেছেন। ফরিদপুর জেলা বোয়ালমারী সৈয়দ গ্রামের আবদুল কুদ্দুসের বাড়ি থেকে রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।  পরে তিনি জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীদের  সঙ্গে আছে নাম উল্লেখ করে তারা অপহরণ করেছে বলে তিনি বিবৃতি দেন। পরবর্তীতে তাকে আদালতে ২২ ধারায় জবানবন্দীর জন্য পাঠানো হলে তিনি একই রকমের মিথ্যা বক্তব্য প্রদান করেন। 

পুলিশ সুপার বলেন, এই নাটকেট মস্টার মাইন্ড মরিয়ম মান্নান। সারা দেশব্যাপী যে ক্রাইসিস সৃষ্টি করেছিল মরিয়ম মান্নান, তার মাকে খুঁজে পাওয়ার জন্য। সে কারণে আমরা একটু বেশি সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছি। 

তিনি আরো বলেন, ইতোপূর্বে অপহরণ মামলায় যে ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তারা এ ঘটনায় নির্দোষ। তাদেরকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। সম্পাদনা : মুরাদ হাসান