প্রকাশিত: Thu, May 18, 2023 4:31 PM
আপডেট: Tue, May 13, 2025 2:01 AM

শাহজালালে বিমানের কার্গো হোল্ড থেকে ২৪ কেজি স্বর্ণ জব্দ



মাসুদ আলম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহার থেকে ২৩ কেজি ৬৬০ গ্রাম ওজনের ২০৪টি স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। যার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা। 

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  বেলা ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে। পরে বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় কাপড় দিয়ে মোড়ানো সোনার বারগুলো উদ্ধার করা হয় । ধারণা করা হচ্ছে, সোনার বারগুলো বিমানের ওয়াশরুমের ভেতরের কোনো স্ক্রু খুলে কার্গোহোল্ডে ফেলা হয়েছে। অথবা বিমানেরই কোনো কর্মচারী কার্গো হোল্ডের কেবিনেটে এগুলো লুকিয়ে রেখেছিল। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া