প্রকাশিত: Mon, Dec 19, 2022 4:14 PM
আপডেট: Wed, Apr 30, 2025 3:54 AM

বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেকজন গ্রেপ্তার

মহসীন কবির: বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আরেক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে (৩৫) দীর্ঘ ১০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-২)। সোমবার সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, রোববার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার মীর ম. নুরুল ইসলামের ছেলে। 

এর আগে গত ১ নভেম্বর এ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে (৩৬) নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাব। ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। সম্পাদনা: সালেহ্ বিপ্লব