প্রকাশিত: Sat, Mar 18, 2023 7:39 AM
আপডেট: Wed, Apr 30, 2025 3:05 AM

এইচএসসির আগেই এমআইটিতে চাঁদপুরের নাফিস, শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা

মিজান লিটন: চাঁদপুর সরকারি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ছেন নাফিস উল হক। বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন তিনি। 

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ শহরে অবস্থিত বিশ্ব বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)  বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। নাফিস  সেখানে স্নাতক (সম্মান) কোর্সে পড়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার এমআইটি থেকে পাঠানো এক ই- মেইলে নাফিসের ভর্তির সুযোগের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় এ প্রতিষ্ঠানের পরিচিতি বিশ্বব্যাপী। নোবেল বিজয়ীদের মধ্যে ৭৬ জনই এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। নাফিস বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার। সেই লক্ষ্য নিয়ে আমি সব সময় বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করতাম।  চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় মা-বাবার সঙ্গে থাকেন নাফিস। তার বাবা নাসির উদ্দিন মতলব রয়মনেনসা মহিলা কলেজের শিক্ষক। আর মা কামরুন নাহার হাজীগঞ্জ মডেল কলেজে শিক্ষকতা করেন। নাফিসের গ্রামের বাড়ি মতলব দক্ষিণের নওগাঁ গ্রামে।

শুক্রবার সকালে কলেজে নাফিস উল হক সিফাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তিনি বলেন, নাফিস আমাদের গর্ব। আশা করি, সামনের দিনগুলোতে সে আরো এগিয়ে যাবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব