প্রকাশিত: Sat, Apr 29, 2023 6:06 AM
আপডেট: Wed, Apr 30, 2025 3:38 AM

কাল শুরু এসএসসি-দাখিল সমমানের পরীক্ষা প্রশ্ন ফাঁস ঠেকাতে কেন্দ্রে পৌঁছেছে নির্দেশনা

শহীদুল ইসলাম: আগামীকাল ৩০শে এপ্রিল শুরু হচ্ছে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। গতবছরে চেয়ে শিক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার কঠোর পরিকল্পনা নিয়েছে সরকার। পরীক্ষা সুশৃঙ্খলভাবে পরিচালনায় নেওয়া হয়েছে ২৩ টি উদ্যোগ। ইতোমধ্যে প্রশ্নফাঁস ঠেকাতে বন্ধ করা হয়েছে কোচিং সেন্টারগুলো। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যাংকিং লেনদেনেও বাড়ানো হয়েছে নজরদারি। 

নির্দেশনা অনুযায়ি, এবার কোনো পরীক্ষার্থী দেরিতে কেন্দ্রে উপস্থিত হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন মোবাইল ব্যবহার করতে পারবেন। এছাড়া ট্রেজারি-থানা হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীগণ কোনো ফোন ব্যবহার করতে পারবেন না। তাছাড়া প্রশ্নপত্র বহন কাজে কালো কাঁচযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহনও ব্যবহার করা যাবে না। 

নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে প্রত্যেক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন ট্যাগ অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। ট্যাগ অফিসার ট্রেজারি, থানা হেফাজত থেকে কেন্দ্র সচিবসহ প্রশ্নপত্র বের করে পুলিশ প্রহরায় সকল সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট পূর্বে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলবেন। প্রশ্ন ছাপানোর সঙ্গে সম্পৃক্ত বিজি প্রেসের সকল কর্মকর্তা ও কর্মচারীকেও গোয়েন্দা নজরদারিতে রাখা হবে। জেলার ক্ষেত্রে ট্রেজারি এবং উপজেলার ক্ষেত্রে থানার প্রশ্নপত্রের ট্রাঙ্ক সংরক্ষণ করতে হবে। ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে দিনভিত্তিক ও সেটভিত্তিক সর্টিং করে সিকিউরিটি খামে সংরক্ষণ করা হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সর্বসাধারণের প্রবেশও নিষিদ্ধ থাকবে। সম্পাদনা: শামসুল বসুনিয়া