প্রকাশিত: Fri, Nov 10, 2023 11:55 PM
আপডেট: Wed, Dec 6, 2023 3:06 AM

[১]নতুন কারিকুলাম নিয়ে আন্দোলনকারীদের অধিকাংশ কোচিং ব্যবসায় জড়িত: শিক্ষামন্ত্রী


মিজান লিটন, চাঁদপুর: [২]  ডা. দীপু মনি আরো বলেন, আন্দোলনকারীদের কেউ কেউ নোট-গাইড নিয়ে স্কুল পর্যায়ে কমিশনের মাধ্যমে বিক্রি করেন। দুঃখজনক হলেও সত্যি এর সঙ্গে কিছু সংখ্যক শিক্ষক জড়িত।

[৩] শুক্রবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

[৪] শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো একবারেই যৌক্তিক নয়। সংস্কারের নামে কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখাই তাদের মূল উদ্দেশ্য।

[৫] দীপু মনি বলেন, এখনকার শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। আমরা ২০৪১ সালে নতুন এক উন্নত জীবনের স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে নতুন মুখস্থ নির্ভর নয় আমাদের জেনে বুঝে অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হবে।

[৬] অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যপারি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা নুর খান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। সম্পাদনা: মুরাদ হাসান