প্রকাশিত: Sat, Oct 1, 2022 5:42 PM
আপডেট: Tue, Sep 17, 2024 8:25 PM

বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে, কিউট হয়েছে: বিদ্যা সিনহা মিম

এ্যানি আক্তার: এবার শাকিব-বুবলীর ছেলেকে নিয়ে মন্তব্য করলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রথম আলো

শাকিব-বুবলীর বাচ্চাকে শুভকামনা জানিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, অনেক আগে থেকেই বাচ্চা হওয়ার খবরটি শুনে আসছি। বিষয়টি নিয়ে একধরনের বিশ্বাস অবিশ্বাসের মধ্যে ছিলাম। এখন সত্যটা প্রকাশ পেয়েছে। কিন্তু আরও আগেই খবরটি সুন্দর মতো প্রকাশ হলে তো কোনো দোষের ছিল না। 

বাচ্চা তো বাচ্চাই। সৃষ্টিকর্তার আশীর্বাদ এটি। বাচ্চার মতো এত সুন্দর, পবিত্র বিষয়ের সঙ্গে অন্য কিছুরই মেলানো যায় না। ফাইনালি জানতে পারলাম, দেখলাম। আমরা খুশি। বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে, কিউট হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে, শাকিব ভাইয়ের দ্বিতীয়বার ভুল করা ঠিক হয়নি। এবার শুরুতেই জানিয়ে দিলে বিষয়টি আরও দৃষ্টিনন্দন হতো।