প্রকাশিত: Sat, Oct 8, 2022 7:45 PM
আপডেট: Sat, Jan 25, 2025 11:28 AM

বাবা-মার সঙ্গ ছেড়ে দায়িত্বশীল হয়েছি : আলিয়া

বর্তমানে বলিউডের অন্যতম সফল একজন অভিনেত্রী আলিয়া ভাট। স্টারকিডের তকমা নিয়েও স্বমহীমায় উজ্জ্বল যিনি। সমালোচকদের জবাব তিনি তার কাজের মাধ্যমে দিয়ে থাকেন। অল্প কিছুদিনের মধ্যেই মা হবেন রণবীর ঘরণী—চলছে সন্তান বরণের প্রস্তুতি।

২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে যাত্রা শুরু আলিয়ার। বয়স ১৯-এ পা দিয়েই নেমে পড়েন অভিনয়ের মঞ্চে। এরপর শুধুই সামনে এগিয়ে চলার গল্প। চিপাগলি দিয়ে হারিয়ে যেতে নয় বরং অভিনয়ের মহাসড়কে দোর্দন্ড প্রতাপে চলতে এসেছেন ভাট কন্যা। তারই যেন জানান দিলেন ইমতিয়াজ আলির ‘হাইওয়ে’ সিনেমাতে। ওই সিনেমায় নায়িকা আলিয়া নন বরং অভিনেত্রী আলিয়া ভাট হয়ে সিনেপর্দায় ধরা দেন মেধাবী এ অভিনেত্রী।