প্রকাশিত: Wed, Mar 29, 2023 5:58 AM
আপডেট: Sat, May 10, 2025 1:06 AM

মামুনুর রশিদের বক্তব্যের প্রতিবাদে আত্মহত্যার হুমকি হিরো আলমের

শিমুল চৌধুরী: সম্প্রতি হিরো আলমের উত্থান নিয়ে অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে নাট্যজন মামুনুর রশিদ বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে।’  তার এমন বক্তব্যের প্রতিবাদে সোমবার রাতে ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন হিরো আলম। তিনি মামুনুর রশিদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের রুচিসম্পন্ন মানুষের কারণে যদি আমি আত্মহত্যা করি, তবে এর দায় আপনাদেরই নিতে হবে।’

আলম বলেন, ‘তাদের (মামুনুর রশিদ) মতো এত বড় মানুষ আমাকে নিয়ে কথা বলেছেন, এটা আমার জন্য সৌভাগ্য। তিনি বলেছেন, মানুষের রুচি নাকি নষ্ট হয়ে গেছে। আমি নাকি ১৮ কোটি লোকের রুচি নষ্ট করেছি। স্যার, অনেক আর্টিস্ট আপনার হাতে তৈরি। অনেক লোক আপনার হাতে তৈরি। স্যার আপনি ইচ্ছে করলে কিন্তু আমাকে তৈরি করতে পারতেন। কিন্তু করেন না। হিরো আলমের জন্য বাংলাদেশ নাকি নষ্ট হচ্ছে। যখন নাটকে গালিগালাজ করে, তখন কি আপনাদের রুচি নষ্ট হয় না? কয়টা লোকের রুচি আছে? সংসদে যারা তাদের কয়জনের লেখাপড়া আছে? ১৮ কোটি লোক থাকতে আমাকে নিয়ে কেন রুচিতে বাধে আপনাদের? হিরো আলমকে মেরে ফেলে দেন। মেরে না ফেলে দিলে কেউ থামাতে পারবেন না। আমি নিজ যোগ্যতায় আলম থেকে হিরো আলম হয়েছি। স্যার, আপনি আমাকে তৈরি করুন। আমাকে কেউ তৈরি করবে না? তাহলে রুচির পরিবর্তনও হবে না।’

এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমার কী অপরাধ? আমার লেখাপড়া নাই, চেহারা নাই? আপনার ছেলে যদি হতাম আমি। এভাবে বলতে পারতেন কেউ। হিরো আলমের মামা খালু নাই, ওয়েট নাই। অনেক এমপি দেখছি সমাজের, দেশের, মানুষের কথা বলে না। নিজেরা ব্যস্ত।’ সম্পাদনা: সালেহ্ বিপ্লব