
প্রকাশিত: Thu, Aug 17, 2023 11:27 PM আপডেট: Mon, Sep 25, 2023 7:08 PM
[১]বৌয়ের সঙ্গে সম্পর্কটা আগে, পরে সন্তান: রাজ
শিমুল চৌধুরী ধ্রুব: [২] সম্পর্কের ভাঙা-গড়া নিয়ে কদিন পর পরই সংবাদের শিরোনাম হন আলোচিত অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমণি। সেই ধারাবাহিকতায় বিয়ের এক বছরের মাথায় বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আলোচনায় আসেন এই জুটি। এরপর বিভিন্ন সময় তাদের সাংসারিক জীবনের নানা অশান্তির চিত্রও প্রকাশ্যে আসে।
সর্বশেষ রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দূরত্ব বাড়ে তাদের। যদিও এ ঘটনার আগেই নিজের জিনিসপত্র নিয়ে পরীর ঘর থেকে বেড়িয়ে যান রাজ।
গত ১০ আগস্ট রাজকে ছাড়াই ছেলের জন্মদিন উদযাপন করেন পরী। সে সময় এই অভিনেত্রী জানান, রাজের সঙ্গে তার সকল সম্পর্ক শেষ। এমনকি রাজ্যর জন্মদিনের একদিন আগে পরীমণির বাসায় এসে ছেলের দেখা পেলেও পরীর দেখা পাননি রাজ। নায়িকা ইচ্ছে করেই তার সামনে হাজির হননি। সেসময় তিনি বলেছিলেন, ‘এখন বাবা হিসেবে রাজ্যর সঙ্গেই সম্পর্ক তার। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই।’ সূত্র: আরটিভি
তবে বুধবার হুট করে এক ফ্রেমে দেখা মিললো রাজ-পরীর। এই তারকা পুত্রের জন্মদিন আয়োজন করেছে টিএম ফিল্মস। সেখানেই একসঙ্গে হাজির হয়েছিলেন এই দম্পতি।
এর আগেই পরীমণির সঙ্গে ফের একত্রিত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রাজ। গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি বলেছেন, ‘আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গেই সম্পর্কটা আগে। পরে সন্তানের সঙ্গে। পরী সবকিছু ছেড়েছুড়ে দিয়ে সন্তানকে নিয়ে সব সময় সেলিব্রেশন করে, করছে, এ বিষয়টি আমার ভালো লাগে। পরীর জীবনে সুন্দর একটি উপহার, আনন্দের একটি উপহার সন্তান রাজ্যকে দিতে পেরেছি, এটি আমার জন্য আনন্দের, গর্বের।’ সূত্র: প্রথম আলো
রাজ আরো বলেন, ‘এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। বেবির জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।’ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া