প্রকাশিত: Thu, Apr 18, 2024 1:31 PM
আপডেট: Tue, Sep 17, 2024 10:27 PM

ওমর : পারফেক্ট এন্টারটেইনিং সিনেমা

মুভিস্টোরি : অবশেষে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দেখে ফেললাম মোস্তফা কামাল রাজের ওমর সিনেমাটি। মিস্ট্রি থ্রিলার জনরার সিনেমা বাংলাদেশে 

তেমন হয় না। সেখানে ওমরের মতো মিস্ট্রি থ্রিলার সিনেমা আমাদের দেশে হচ্ছে এটা একটা গুড সাইন। সিনেমাটি শুরু হওয়ার পর থেকেই একটা টান টান উত্তেজনা ছিলো। সামনে কী হবে তা জানার জন্য আগ্রহ কাজ করছে। একটা মিস্ট্রি থ্রিলার সিনেমার এটাই মূল শক্তি। সেই হিসেবে ওমর সফল। সিনেমাটি এই ঈদের অন্যতম সেরা মেকিংয়ের সিনেমা। সিনেমার গল্প, স্ক্রিনপ্লে, ডায়লগ মুগ্ধ করেছে। 

স্ক্রিনপ্লে এতটা দারুণ ছিলো সামনে কী হবে তা বুঝা যায়নি। সবসময়ই গল্পের মাঝে একটা থ্রিল আবহ ছিলো। এটাই দর্শকদের শেষ পর্যন্ত বসিয়ে রাখবে। সিনেমার নায়ক শরীফুল রাজ দুর্দান্ত ছিলো। তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি,অভিনয় সবকিছু দারুণ ছিলো। নাসির উদ্দিন দারুণ অভিনয় করছে। এছাড়া সিনেমার অনন্য চরিত্রে সবাই ভালো অভিনয় করছে। পরিচালক মোস্তফা কামাল রাজের ওমর হলো এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা মেকিং। 

সিনেমার সিনেমাটোগ্রাফি, কালার সবকিছু পারফেক্ট ছিলো। সুতরাং সব মিলিয়ে ওমর একটা পারফেক্ট এন্টারটেইনিং সিনেমা। যারা দেখেননি দেখে নিতে পারেন সিনেমাটি।