
প্রকাশিত: Sun, Jan 1, 2023 2:33 PM আপডেট: Wed, Dec 6, 2023 3:30 AM
রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা পরীমনির
বার বার গায়ে হাত উঠলে কোনো সম্পর্কই টেকে না
এ্যানি আক্তার: পূর্ব ঘোষণা অনুসারে সংবাদ সম্মেলন প্রত্যাহার করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরীমনি রাজের সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদের কথা জানান দিয়েছেন। তিনি সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিজের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের বিবাহ সম্পর্কের ইতি টানলেন জানান দিয়েছেন।
রোববার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, ‘একটা সম্পর্ক পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে, বাচ্চা নেয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখার জন্য তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন, শত কোটি বার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো।
‘আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকে ছিলো শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়।
‘রাজ্যের দিকে তাকিয়ে বার বার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না । একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।
‘রাজ এখন শুধু আমার প্রাক্তনই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সন্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার উপর তার ও তার পরিবারের কোন অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।
‘সম্মানিত গণমাধ্যমকর্মী যারা রয়েছেন আপনারা নিশ্চই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন। শারীরিকভাবেও আমি বিধ্বস্ত। রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না। এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে!’ সম্পাদনা : ইমরুল শাহেদ