
প্রকাশিত: Tue, Feb 21, 2023 6:09 PM আপডেট: Sat, May 10, 2025 11:02 PM
তিন বছর ঝুলে আছে মেহবুবা মুফতির পাসপোর্ট হালানাগাদের কাজ
জাফর খান: জম্মু ও কাশ্মীরের সাবেক এই মূখ্যমন্ত্রী ও তার মেয়ের পাসপোর্ট হালনাগাদের জন্য অবশেষে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সোমবারে লেখা এক চিঠিতে বলেন, জাতীয় স্বার্থের দোহাই দিয়ে এই অঞ্চলের সাংবাদিক, শিক্ষার্থীসহ কয়েক হাজার আবেদন বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। দি প্রিন্ট
শ্রীনগর ও ভারতের পাসপোর্ট কর্তৃপক্ষ গত তিন বছর ধরে প্রক্রিয়াটিকে বিলম্বিত করে আসছে। যেখানে কিনা জম্মু-কাশ্মীর হাইকোর্ট তার পাসপোর্ট হালনাগাদ করতে আদেশও দিয়েছেন বলে উল্লেখ করেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) প্রধান। তার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন চিঠিতে।
গত সপ্তাহে মুফতির ৩৫ বছর বয়সী মেয়ে ইলতিজা এই বিষয়ে হাইকোর্টে একটি আবেদনও করেছেন। তিনি উল্লেখ করেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনের জন্য তার পাসপোর্টটি খুব জরুরী। ২০২২ সালের জুন থেকে এখনও তা ঝুলে রয়েছে বলেও লিখেন মুফতি তার চিঠিতে।
তিনি অভযোগে বলেন, ২০২১ সালের মার্চে তিনি ও তার মার প্রতিকূলে জম্মু-কাশ্মীর পুলিশ প্রতিবেদন জমা দিলে তার ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে নিয়ে পবিত্র হজ্ব পালন করতে পারেননি। এটিকে হীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে অভিহিত করেন।
মুফতির পাসপোর্টের মেয়াদ ২০১৯ সালের ৩১ মে শেষ হলে ২০২১ সালের ডিসেম্বরে নতুন আরেকটির জন্য আবেদন করেন। আর তার মা( সাবেক মূখ্যমন্ত্রী মোহাম্মদ সাইদের স্ত্রী) ২০২০ সালে হজ্ব পালনের জন্য আবেদন করেন।
হাইকোর্টের নির্দেশে চলতি মাসের শুরুতে মেহবুবা মুফতির মায়ের পাসপোর্ট ইস্যু করলেও তারটি এখনও স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
