প্রকাশিত: Thu, Dec 8, 2022 5:26 PM
আপডেট: Fri, May 9, 2025 7:27 PM

১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ, অপ্রীতিকর কিছু ঘটলে সরকার দায়ী হবে: মির্জা ফখরুল

জেরিন আহমেদ: বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, তারা বুধবার নয়াপল্টনে বর্বরোচিতভাবে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠি চার্জ করেছে। এ হামলায় একজন নিহত হয়েছেন। অসংখ্য নেতাকর্মী ও সাংবাদিক আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে যখন আমি নয়াপল্টনে উপস্থিত হই, তখন তারা আমাকেও কার্যালয়ে ঢুকতে দেয়নি। এ হামলা চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির কার্যালয়ে প্রবেশ করে দলীয় চেয়ারপার্সনে কক্ষসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং কম্পিউটারের হার্ডডিস্ক নিয়ে যায়।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই হবে। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য সরকারই দায়ী থাকবে। আমরা সরকারকে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে শান্তিপূর্ণ সমাবেশ করতে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, পুলিশ চাল পেয়েছে। এগুলো কি বিস্ফোরক? ১৬০ বস্তা চাল ও দ্ইু লাখ পানির বোতল রাখার মতো জায়গা নেই সেখানে। পুলিশ নয়াপল্টন কার্যালয়ে সিমেন্টের ব্যাগে করে বোমা নিয়ে এসেছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব