প্রকাশিত: Mon, Feb 27, 2023 4:23 PM
আপডেট: Sat, May 10, 2025 11:25 PM

তিস্তার পানিসহ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সব সমস্যার সমাধান চায় ভারতীয় কংগ্রেস

সালেহ্ বিপ্লব: ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস রোববার গৃহীত এক রাজনৈতিক প্রস্তাবে এ কথা বলেছে। কংগ্রেস মনে করে, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন ইস্যুগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার। বিশেষ করে অভিন্ন নদীর পানিবণ্টনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে দলটি। বাসস

রোববার ভারতের রায়পুর শহরে কংগ্রেসের ৮৫তম প্লেনারি সেশনে বাংলাদেশ সংক্রান্ত এ প্রস্তাব গৃহীত হয়। এই অধিবেশনে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী, কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াংকা গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে উপস্থিত ছিলেন।  

কংগ্রেস গৃহীত আন্তর্জাতিক প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ। এই সম্পর্ক বিশ^াস ও পারস্পরিক শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। আর এই সুসম্পর্কের মাধ্যমেই স্থল ও সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের নিস্পত্তি করা হয়েছে। এখন সময় এসেছে পানিবণ্টন ও অন্যান্য বিদ্যমান সমস্যাগুলো সংলাপের মাধ্যমে সমাধানের। 

উল্লেখ্য, ক্ষমতায় থাকাকালে কংগ্রেস বাংলাদেশের সঙ্গে ভারতের সমুদ্রসীমার বিষয়টি নিস্পত্তি করেছিলো; তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। আর স্থল সীমান্ত নিয়ে দুইদেশের মধ্যে চুক্তি সই হয় ২০১৫ সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে। তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের প্রস্তাব ওঠে ২০১১ সালে, কংগ্রেস তখন ক্ষমতায় আর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। কিন্তু এখনো সেই চুক্তি হয়নি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনড় অবস্থানই দৃশ্যত এর প্রধান কারণ। 

তিস্তার কথা উল্লেখ করে প্রতিবেশিদের প্রতি নরেন্দ্র মোদি সরকারের দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেছে কংগ্রেস।  বিশ^দরবার এবং এই অঞ্চলে ভারতের সংহত অবস্থান ফিরিয়ে আনতে প্রতিবেশিদের সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো জরুরি ভিত্তিতে সমাধানের জোর তাগিদ দিয়েছে কংগ্রেস। সম্পাদনা: খালিদ আহমেদ